প্রতিক্ষণ ডেস্ক
বাংলাদেশ থাইরয়েড সোসাইটি (বিটিএস)-এর নতুন কার্যকরী কমিটি গঠনের মাধ্যমে সমাপ্ত হয়েছে সংগঠনের ৭ম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা। শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনের মূল থিম ছিল “Approach to Thyroiditis”।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. করীম এবং বিশেষ অতিথি ছিলেন বারডেম একাডেমির পরিচালক ও হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফারুক পাঠান। সভাপতিত্ব করেন বিটিএস সভাপতি অধ্যাপক ডা. ফওজিয়া মোসলেম।
স্বাগত বক্তব্যে আয়োজক কমিটির চেয়ারম্যান ও নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী জানান, দেশে প্রায় ২০ শতাংশ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন, যার মধ্যে ৬০ শতাংশ এখনো চিকিৎসাসেবার বাইরে। এদের মধ্যে প্রায় ৯০ শতাংশ রোগীর সমস্যার কারণ থাইরয়েড গ্রন্থির প্রদাহ (Thyroiditis)।
বিটিএসের মহাসচিব অধ্যাপক ডা. ফরিদুল আলম সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, থাইরয়েড রোগের চিকিৎসা, গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধিতে সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সম্মেলনে বিভিন্ন চিকিৎসক ও গবেষক থাইরয়েড রোগবিষয়ক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। ছয়জন গবেষক তাঁদের গবেষণার জন্য পুরস্কৃত হন—
ওরাল প্রেজেন্টেশন: ডা. জেসমিন ফেরদৌস, ডা. পাপিয়া আক্তার, ডা. আফরোজা নাজনীন
পোস্টার প্রেজেন্টেশন: ডা. তাপতি মণ্ডল, ডা. তানিয়া সুলতানা, ডা. নাবিল ফাহমি আলী।
নতুন কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: অধ্যাপক ডা. জিনাত জাবিন, অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার, ডা. শাহজাদা সেলিম, লে. কর্নেল ডা. মুহাম্মদ আলী আজাদ
যুগ্ম সাধারণ সম্পাদক: ডা. এম. সাইফুদ্দিন, ডা. জেসমিন ফেরদৌস
কোষাধ্যক্ষ: ডা. রাহিমা পারভিন
সাংগঠনিক সম্পাদক: অধ্যাপক ডা. মো. আবু বকর সিদ্দীক
বৈজ্ঞানিক সম্পাদক: ডা. তাপতি মণ্ডল
প্রকাশনা সম্পাদক: ডা. পাপরি মুৎসুদ্দী।
সম্মেলনের শেষে অধ্যাপক ডা. ফওজিয়া মোসলেম নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং আধুনিক চিকিৎসা ও গবেষণার মাধ্যমে দেশের থাইরয়েড চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করার আহ্বান জানান।