সালমান শাহ হত্যার মামলা দায়েরের নির্দেশ

প্রথম প্রকাশঃ অক্টোবর ২০, ২০২৫ সময়ঃ ৭:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

২৯ বছর আগে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সোমবার এই আদেশ দেন।

সালমান শাহের মা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহমেদ জানিয়েছেন, পিবিআই নিরপেক্ষভাবে তদন্ত না করায় ২০২১ সালে নীলা চৌধুরী চূড়ান্ত প্রতিবেদনে নারাজি জানিয়ে রিভিশন আবেদন করেছিলেন। আজ আদালত ওই আবেদন মঞ্জুর করে হত্যার মামলা করার নির্দেশ দিয়েছেন।

ফারুক আহমেদ আরও জানান, সালমান শাহের মৃত্যুর দিনই পরিবারের অজান্তে তাঁর বাবা কমর উদ্দিন চৌধুরীর স্বাক্ষর নিয়ে রমনা থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছিল। পরে ১৯৯৭ সালে রিজভি আহমেদ নামের একজন গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকার করেছিলেন, সালমান শাহকে হত্যা করে আত্মহত্যার সাজানো দৃশ্য তৈরি করা হয়েছিল।

আদালত প্রাঙ্গণে সালমান শাহের মামা, চিত্রপরিচালক আলমগীর কুমকুম বলেন, “সালমান আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। আমরা খুনিদের বিচারের আশা করি।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকায় ভাড়া বাসায় সালমান শাহের লাশ উদ্ধার করা হয়। প্রথম তদন্তে তাঁর মৃত্যু ‘আত্মহত্যা’ হিসেবে ধরা হয়েছিল। তবে দীর্ঘ আইনগত লড়াইয়ের পর আজ আদালত হত্যা মামলা করার নির্দেশ দিয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G