গণভোট যাই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে: প্রেস সচিব

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০২৫ সময়ঃ ৯:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

প্রধান উপদেষ্টা গণভোট নিয়ে যে সিদ্ধান্তই নিন না কেন, জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবেই—এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘কোনো শক্তিই এই নির্বাচন পেছাতে পারবে না।’

শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে, তবে আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন।’ তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিচারের তারিখ ঘোষণা করবে আদালত।

চব্বিশের গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুরুষ ও নারী কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়েছে। এখন নারীরা পিছিয়ে নেই—সব ক্ষেত্রেই তারা নেতৃত্ব দিচ্ছে।’

তরুণদের জ্ঞান ও মেধার বিকাশে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’ আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন। নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G