প্রতিক্ষণ ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হোয়াইটওয়াশের স্বীকার হয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটে হেরে লিটন দাসের দল ব্যর্থ হয়েছে মান রক্ষার লড়াইয়েও।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে একাই লড়েছেন তানজিদ তামিম—৬২ বলে ৮৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। বাকিদের ব্যর্থতায় বড় স্কোর গড়া সম্ভব হয়নি।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৬ ওভার ৫ বল খেলেই ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। রোস্টন চেস (৫০) ও আকিম অগাস্টে (২৫ বলে ৫০) ক্যারিবীয়দের জয় নিশ্চিতের ভিত্তি গড়ে দেন। শুরুতে শেখ মেহেদি, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন দ্রুত তিন উইকেট নিলেও মধ্য ওভারে নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ।
এর আগে ইনিংসের শুরুতে পারভেজ ইমন ১০ বলে ৯ ও লিটন দাস ৯ বলে ৬ রান করে আউট হন। সাইফ হাসান ২২ বলে ২৩ রান করে কিছুটা সঙ্গ দেন তানজিদকে। তবে পরের সারির ব্যাটাররা (নুরুল হাসান সোহান, জাকের আলি, শরিফুল) ব্যর্থ হন একেবারেই।
ম্যাচ শেষে নির্মম বাস্তবতা—তানজিদ তামিমের একার লড়াই যথেষ্ট হয়নি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্বল পারফরম্যান্সে সিরিজে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।