ধানের শীষের সঙ্গে শাপলা কলির লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশঃ নভেম্বর ২, ২০২৫ সময়ঃ ৫:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

আগামী জাতীয় নির্বাচনে শাপলা কলি’ প্রতীক নিয়ে মাঠে নামবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “বৃহত্তর স্বার্থে আমরা শাপলা কলি প্রতীক নিচ্ছি। নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।”

রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বিকেল ৩টার দিকে এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এ বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, “আমরা একদলের কাছে সংসদ কুক্ষিগত করতে চাই না। বিএনপি ও জামায়াতের পাশাপাশি শাপলা কলিও এবার মাঠে থাকবে।”

ইসির প্রতি আস্থা-অনাস্থার বিষয়ে তিনি বলেন, “আমরা নির্বাচনে অংশ নেব। তবে নির্বাচন কমিশনের কিছু ক্ষেত্রে স্বেচ্ছাচারী আচরণ দেখা যাচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির অংশ হতে চাই না। নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গণভোট আগে হোক বা নির্বাচনের দিনেই হোক—তা সুষ্ঠু হওয়া জরুরি।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G