ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণঅভ্যুত্থানবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগে ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা–কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং ৩৩ শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।
সিন্ডিকেট সূত্র জানায়, প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীদের ভূমিকা যাচাইয়ে গত ১৫ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক আকতার হোসেন কমিটির প্রধান ছিলেন। কমিটি লিখিত অভিযোগ, ভিডিওফুটেজ, সংবাদ প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দমনমূলক কর্মকাণ্ড ও আন্দোলনবিরোধী কার্যকলাপের প্রমাণ পেয়েছে। এরপর কারণ দর্শানোর নোটিশ দিয়ে প্রশাসন সিদ্ধান্ত চূড়ান্ত করে।
বরখাস্তের সিদ্ধান্তে থাকা শিক্ষকদের মধ্যে রয়েছেন—
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মাহবুবর রহমান, আইসিটি বিভাগের অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন ও অধ্যাপক তপন কুমার জোদ্দার, অর্থনীতি বিভাগের অধ্যাপক দেবাশীষ শর্মা, বাংলা বিভাগের অধ্যাপক বাকী বিল্লাহ ও অধ্যাপক রবিউল হোসেনসহ বিভিন্ন বিভাগের আরও শিক্ষক–কর্মচারী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আন্দোলনবিরোধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।