আপাতত ঢাকায় আসছেন না জাকির নায়েক

প্রকাশঃ নভেম্বর ৫, ২০২৫ সময়ঃ ১০:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েকের বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে। তাকে দেশে আসার অনুমতি দেওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সচিবালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, একটি প্রতিষ্ঠান ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য নায়েককে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল। এমনকি ঢাকার বাইরে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও ছিল। তবে তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম এবং নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রয়োজন হবে বলে আলোচনায় উল্লেখ করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়—বর্তমান পরিস্থিতিতে এমন সমাবেশ নিয়ন্ত্রণ সম্ভব নয়। ফলে জাতীয় নির্বাচন শেষে তার সফর বিষয়ে পুনর্বিবেচনা করা হবে।

২০১৬ সালের হোলি আর্টিজান হামলার পর উসকানিমূলক বক্তব্য ও সন্ত্রাসে প্ররোচনার অভিযোগে জাকির নায়েককে নিষিদ্ধ করে ভারত সরকার। বর্তমানে তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G