সুন্দরবনে নৌকাডুবিতে নিখোঁজ সাবেক নারী পাইলট

প্রকাশঃ নভেম্বর ৮, ২০২৫ সময়ঃ ৬:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের পশুর নদীতে পর্যটকবাহী নৌকা ডুবে রিয়ানা আবজাল (২৮) নামে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারী নিখোঁজ হয়েছেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট ছিলেন। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাংমারী খাল ও পশুর নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, রিয়ানা আবজাল পরিবারের সঙ্গে সুন্দরবনের পাশে অবস্থিত ‘ম্যানগ্রোভ ভেলি’ রিসোর্টে অবস্থান করছিলেন। শনিবার সকালে ১৩ জন পর্যটক একটি ছোট নৌকায় করে করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বড় জাহাজের ঢেউয়ে নৌকাটি উল্টে যায়।

তিনি বলেন, “নৌকায় থাকা সবাই নদীতে পড়ে যায়। বেশিরভাগ যাত্রী সাঁতরে বা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। তবে রিয়ানাকে আর খুঁজে পাওয়া যায়নি।”

নিখোঁজ রিয়ানার বাবা, বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ জানান, “আমরা ঢাকার উত্তরায় থাকি, গ্রামের বাড়ি বরিশালে। পরিবার নিয়ে ঘুরতে এসেছিলাম। নৌকা উল্টে গেলে আমরা সবাই নদীতে পড়ে যাই। ১২ জনকে উদ্ধার করা গেলেও আমার মেয়ে রিয়ানাকে আর পাওয়া যায়নি।”

রিয়ানার সন্ধানে বনবিভাগ, নৌপুলিশ ও স্থানীয় জেলেরা যৌথভাবে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G