কিছু রাজনৈতিক দল নিজেদের দেশের মালিক ভাবছে: আমীর খসরু
প্রতিক্ষণ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের পর কিছু রাজনৈতিক দল নিজেদের দেশের মালিক হিসেবে আচরণ করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য এই দেশের মানুষ ১৭ বছর ধরে সংগ্রাম করছে। অথচ এখন মনে হচ্ছে কিছু রাজনৈতিক দল নিজেরাই দেশের মালিক হতে চাইছে। আপনারা মালিক হবেন কেন? মালিক তো জনগণ। জনগণের ম্যান্ডেট ব্যতীত কোনো দাবি চাপিয়ে দেওয়া যায় না।”
শনিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ ও ‘অনলাইন প্রমিজ ট্র্যাকার’ ওয়েবসাইট ও অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানের প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে পরামর্শক প্রতিষ্ঠান ট্রেস কনসালটেন্সি।
আমীর খসরু বলেন, “দীর্ঘ আলোচনার পর আমরা সবাই একটি ঐকমত্যে পৌঁছেছি এবং সেই ভিত্তিতে একটি সনদ স্বাক্ষর করেছি। যেহেতু এটি সবার ঐকমত্যে তৈরি, তাই সেটিকে সম্মান করতে হবে। কেউ যদি নতুন কোনো দাবি তুলতে চান, তাহলে তা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে সংসদে নিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতেও একধরনের কর্তৃত্ববাদী মনোভাব ঢুকে গেছে। এখন কেউ মনে করেন, সনদে নিজের দাবি না থাকলে তা গ্রহণ করা যাবে না। কিন্তু জুলাই সনদের বাস্তবায়নও ঐকমত্যের ভিত্তিতেই হতে হবে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো দলই একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না।”
বিএনপি নেতা বলেন, “জুলাই সনদে আমাদের দলের ৩১ দফার সব দাবি অন্তর্ভুক্ত হয়নি। আগামী নির্বাচনে আমরা সেই দাবিগুলো জনগণের কাছে উপস্থাপন করব। যদি জনগণ ম্যান্ডেট দেয়, তবে সেগুলো বাস্তবায়ন করা হবে।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সংবিধানে গণভোটের বিধান নেই। ভবিষ্যতে গণভোট চালু করতে হলে সংসদে গিয়ে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আইন পাস করতে হবে।”
প্যানেল আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল।
সেশনের সঞ্চালক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাহাব এনাম খান।
এর আগে উদ্বোধনী পর্বে ট্রেস কনসালটেন্সির সিইও ফুয়াদ মুহাম্মদ খালিদ হোসেন ‘পিপল-ওরিয়েন্টেড অ্যান্ড টেকনোলজি-ড্রিভেন ম্যানিফেস্টো’ শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন।












