সিলেটে জমি বিক্রির টাকা লুট, গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ নভেম্বর ৯, ২০২৫ সময়ঃ ৫:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

সিলেটের কানাইঘাটে জমি বিক্রির টাকা লুটের সময় গৃহকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৯ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাখালছড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত আবদুল হান্নান (৫৫) ওই গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ছেলে শাহরিয়ার আহমদকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে সম্প্রতি জমি বিক্রি করেন হান্নান। বিক্রির ১০ লাখ টাকা তিনি নিজের বাড়িতে রেখেছিলেন।

রোবভোরে ৮–১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হান্নানের বাড়িতে হানা দেয়। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা লুট করে নেয়। এ সময় প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতেরা আবদুল হান্নানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত হান্নানকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আবদুল মান্নান জানান, ডাকাত দলের কয়েকজনকে স্থানীয়রা চিনতে পেরেছেন। তিনি বলেন, “ওদের কয়েকজনকে আমরা চিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G