দেশের চলমান সব সংকট নাটকের অংশ, মানুষ শুধু ভোট দিতে চায়: মির্জা ফখরুল
প্রতিক্ষণ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশের চলমান সব সংকটই একটি সাজানো নাটকের অংশ। সাধারণ মানুষ এসব বুঝতে চায় না, তারা শুধু নিজেদের ভোটাধিকার ফিরে পেতে চায়।”
রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দল। আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি—মুনাফিকিতে নয়।”
তিনি অভিযোগ করে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানিরা স্থানীয় দোসরদের নিয়ে যেমন গণহত্যা চালিয়েছিল, এবার শেখ হাসিনা তার প্রশাসনকে ব্যবহার করে একই ধরনের গণহত্যা ঘটিয়েছে।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “বর্তমান সরকার নির্বাচিত নয়। এজন্য তারা সাধারণ মানুষের কষ্ট বোঝে না। কৃষক ধানের ন্যায্য দাম পায় না, সবজির দামও পায় না। হিমাগারে আলু অবিক্রিত পড়ে আছে, অথচ কৃষক ফসল উৎপাদনের জন্য সার পাচ্ছে না। বিএনপি ক্ষমতায় গেলে এসব সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”
তিনি জানান, বিএনপি সরকারে এলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে ন্যায্যমূল্যে চাল, ডাল ও তেল কেনা যাবে। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ দেওয়া হবে, যাতে তারা ন্যায্য দাম ও প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “গণভোট হতে হবে নির্বাচনের দিনেই। জনগণ গণভোট সনদ বোঝে না, এসব বোঝে শিক্ষিত মানুষ। আমরা সব সংস্কারে রাজি, তবে যেসব সিদ্ধান্ত জনগণের স্বার্থবিরোধী—সেগুলো সংসদে গিয়ে পাস হতে দেব না।”
তিনি আরও বলেন, “ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে জনগণকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন, পরের বার হয়তো আর পারব না। তাই আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করবেন।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ স্থানীয় নেতাকর্মীরা।












