ঢাকায় নির্বাচন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
রাজধানী ঢাকা-১০ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে নির্বাচনে অংশ নিতে কবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন, তা এখনও নিশ্চিত করে জানাননি তিনি।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডির গ্রিন রোডে থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করেন আসিফ মাহমুদ। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এখন পর্যন্ত পরিকল্পনা আছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। এরপর দেখা যাক কী হয়।”
তিনি আরও জানান, বিএনপির সঙ্গে কোনো আসন সমঝোতা বা প্রার্থিতা নিয়ে আলোচনা হয়নি। উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন জানতে চাইলে তিনি বলেন, “সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”
পূর্বে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন আসিফ মাহমুদ। শুরুতে ধারণা করা হচ্ছিল, তিনি সেখান থেকেই প্রার্থী হবেন। কিন্তু ওই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে। ফলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা এড়াতে তিনি ঢাকায় প্রার্থিতা ঘোষণা করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
নির্বাচনের জন্য সংশ্লিষ্ট আসনের ভোটার হওয়া বাধ্যতামূলক না হলেও আসিফ মাহমুদ নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই তার ভোটার তালিকা ঢাকায় স্থানান্তর করেছেন।
নিজের ভোট স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৮ ও ২০২৪ সালের দুই নির্বাচনে আমি ভোট দিতে পারিনি। এবার ঢাকায় নির্বাচন করব, তাই ভোটের দিন ঢাকায় থাকব— সেই কারণেই এখানে ভোটার হয়েছি।’
বর্তমানে ধানমন্ডি ও নিউমার্কেট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসন। এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। ফলে আসিফ মাহমুদের স্বতন্ত্র প্রার্থিতা এই আসনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।












