সাবেক এমপি কাজী নাবিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ
প্রতিক্ষণ ডেস্ক
যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে তার নামে থাকা প্রায় ১০০ একর জমি, ঢাকায় একটি ফ্ল্যাটসহ একাধিক স্থাবর সম্পদ জব্দ এবং ৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদন করেন সহকারী পরিচালক আল-আমিন।
দুদকের আবেদনে বলা হয়, কাজী নাবিল আহমেদের নামে পঞ্চগড় ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ৯৯ দশমিক ২ হাজার ১৯১ একর জমি রয়েছে। এছাড়া ঢাকায় ১১ একর জমিতে ছয়তলা ভবনের এক-তৃতীয়াংশ, ১৯৫ শতাংশ জমি ও একটি আলাদা প্লটের মালিকানা রয়েছে, যার দলিলমূল্য দেখানো হয়েছে ৮ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার টাকা।
জব্দের আদেশপ্রাপ্ত স্থাবর সম্পদের আনুমানিক মূল্য ২২ কোটি ২৭ লাখ ১৮ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তার নামে থাকা ৩৬টি কোম্পানিতে বিনিয়োগ ও ২৬টি ব্যাংক হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, সরকারি দায়িত্ব পালনের সময় কাজী নাবিল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকার সম্পদ অর্জন করেন এবং তা নিজের দখলে রাখেন।
এছাড়া তার নামে ও যৌথভাবে পরিচালিত ৪৫টি ব্যাংক হিসাবে মোট ১০৯ কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।
দুদকের আবেদন অনুযায়ী, “সুষ্ঠু তদন্তের স্বার্থে” এসব স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে। আদালত বিষয়টি পর্যালোচনা করে দুদকের আবেদন মঞ্জুর করেন।












