জুলাই সনদ বাস্তবায়নের আগে গণভোট না হলে নির্বাচন নয়: জামায়াত আমির

প্রকাশঃ নভেম্বর ১১, ২০২৫ সময়ঃ ৫:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

রাজধানীর পল্টনে আয়োজিত আট দলের সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে গণভোট অনুষ্ঠিত না হলে জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি বলেন, “জামায়াতসহ আট দল ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন চায়। তবে তার আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এজন্য নির্বাচন অনুষ্ঠানের আগে গণভোটের কোনো বিকল্প নেই।”

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আটটি রাজনৈতিক দল এই সমাবেশের আয়োজন করে। জামায়াতের আমির জানান, দাবি আদায়ে শিগগিরই জোট আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেন, “যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, তাদের সংসদ নির্বাচন আয়োজনের কোনো নৈতিক অধিকার নেই।”

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও একই অবস্থান তুলে ধরে বলেন, “ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের আগেই গণভোট করতে হবে।”

সমাবেশে বক্তারা বিএনপি’র অবস্থান নিয়েও সমালোচনা করেন এবং বলেন, জুলাই সনদ ইস্যুতে তারা দ্বৈত মানদণ্ডে চলছে।

গণভোটের দাবিতে আন্দোলনরত অন্য দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

জোটের পাঁচ দফা দাবির মধ্যে আছে—
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি,
সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন,
অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়ন,
জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার,
এবং আওয়ামী লীগের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G