পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন ইউনিফর্ম চূড়ান্ত অনুমোদন

প্রকাশঃ নভেম্বর ১১, ২০২৫ সময়ঃ ৯:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

সরকার চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন ইউনিফর্ম। বাজেট বরাদ্দ পাওয়ার পরই নতুন পোশাক কেনার কাজ শুরু হবে। পুলিশ সদস্যদের জন্য বার্ষিক পোশাকের সংখ্যা চারটি থেকে পাঁচটিতে বৃদ্ধি পাবে।

সচিবালয়ের আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সরকার চায় জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন ইউনিফর্ম সদস্যদের প্রদান করা হোক। তিন বাহিনীর জন্য নতুন পোশাকের ব্যয় হবে ৬–৭ কোটি টাকা। প্রথমে মেট্রোপলিটন পুলিশ, পরে সারাদেশের জেলা পুলিশরা নতুন ইউনিফর্ম পাবেন।

নতুন রঙ নির্ধারণ করা হয়েছে: পুলিশের পোশাক লোহার রঙের, র‍্যাবের জলপাই রঙের এবং আনসারের সোনালি গমের রঙের।

পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, “পোশাকের রঙ পরিবর্তন করে কর্মদক্ষতা বাড়ানো যায় না। অভ্যন্তরীণ সংস্কার জরুরি।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পুলিশের মনোবল ও উৎসাহ বাড়ানোর জন্যই পোশাক পরিবর্তন করা হচ্ছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G