সময় টিভির বিরুদ্ধে মামলা

প্রকাশঃ নভেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৬:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

‘হানি ট্র্যাপ’ প্রচারের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ আনা সংবাদ সম্প্রচারের জন্য সময় টেলিভিশনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ইসলামী আইনজীবী পরিষদের নেতা ও ইসলামী আন্দোলনের বগুড়া–২ আসনের সাবেক এমপি প্রার্থী অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল (৪০)।

বুধবার বাদী নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে তিনি মামলাটি দায়ের করেছেন। আদালত মামলার এজাহার গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে আগামী ১২ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, বাদীর ৫ কোটি টাকার মানহানি হয়েছে।

মামলার আসামিরা হলেন—বাদীর বিরুদ্ধে সংবাদ প্রচারকারী সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম এ আজিম (৩৫), সময় টেলিভিশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান রিপোর্টার, হেড অব নিউজ, সিইও, সৌরভ হোসেন (২৫), ইসমাইল হোসেন (৩২) ও শফিকুল ইসলাম শাকিল (৪০)।

বাদী অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল বলেন, “আমার এক নারী মক্কেলকে জড়িয়ে ভিত্তিহীন, মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করেছে সময় টেলিভিশন। তারা এ প্রতিবেদনের প্রমাণ উপস্থাপন না করা পর্যন্ত আমি আইনি লড়াই চালিয়ে যাব।”

মামলার বিবরণ অনুযায়ী, বাদী পেশায় একজন আইনজীবী। এক নারী তার স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করতে বাদীর চেম্বারে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দেন। পরে, সময় টেলিভিশন ৫ নভেম্বর ‘আইনজীবীর নেতৃত্বে হানি ট্র্যাপ চক্র, প্রেমের ফাঁদে জিম্মি করে টাকা আদায়’ শিরোনামে প্রতিবেদন সম্প্রচার করে। প্রতিবেদনে দাবি করা হয়, জামাল উদ্দিন নারী ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায় করেন।

বাদীর অভিযোগ, প্রতিবেদনে কোনো দালিলিক প্রমাণ নেই এবং বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। সংবাদ প্রচারের মাধ্যমে তার ৫ কোটি টাকার মানহানি হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G