যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের

প্রকাশঃ নভেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৭:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা না হলে জামায়াতসহ আট দল লাগাতার অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছে। রোববার থেকে এই কর্মসূচি ঢাকার রমনা এলাকায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে পালন করা হবে।

মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বুধবার সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান এ ঘোষণা দেন। পাশাপাশি আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় বৃহস্পতিবার সারাদেশে রাজপথে অবস্থান এবং শুক্রবার জেলা ও মহানগরের বিক্ষোভ কর্মসূচি পালনের কথা জানানো হয়।

আন্দোলনরত আট দল হলো জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করছি। আশা করছি তিনি দেশের মানুষের ভাষা বোঝার চেষ্টা করবেন।”

প্রায় দুই মাসের বেশি সময় ধরে এই দলগুলো পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে। তাদের মূল দাবিগুলো হলো জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ ও ১৪ দলের নিষিদ্ধকরণ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G