কুবির ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি
প্রতিক্ষণ ডেস্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে দ্বিতীয়বারের মতো নিজস্বভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি।
বুধবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ৯০তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আনোয়ার হোসেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’ ইউনিটের পরীক্ষা ৩০ জানুয়ারি সকাল ১১টায়, ‘বি’ ইউনিটের পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১১টায় এবং একই দিন বিকেল ৩টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৪–২৫ শিক্ষাবর্ষেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেয়। সে বছর ‘এ’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা হয় ১৯ এপ্রিল এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা ২৫ এপ্রিল।












