জুলাই সনদ বাস্তবায়নে সরকারের আদেশকে স্বাগত গণসংহতির
প্রতিক্ষণ ডেস্ক
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের জারি করা আদেশকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন। তবে দলটি বলেছে, এই আদেশ কার্যকরে এখনো জাতীয় ঐকমত্য জরুরি এবং অন্তর্বর্তী সরকারের উচিত এ বিষয়ে ধারাবাহিক উদ্যোগ নেওয়া।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, আদেশে গণভোটের পদ্ধতি–সংক্রান্ত কয়েকটি ধারা স্পষ্ট নয়। তাদের মতে, চারটি প্রশ্নের মধ্যে একটির উত্তর ভোটারদের সিদ্ধান্তহীনতায় ফেলতে পারে, যা ভোটারের বেছে নেওয়ার অধিকারকে সীমিত করতে পারে কি না—এ বিষয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
বিবৃতিতে আরও বলা হয়, গণভোটের বিষয়বস্তু ও প্রক্রিয়া নির্বাচনের আগে টেলিভিশন, সংবাদপত্র ও প্রচারপত্রের মাধ্যমে স্পষ্টভাবে জনগণকে জানানো সরকারের দায়িত্ব।
নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি তারা আগে থেকেই করে আসছেন। সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে উদ্যোগ নেওয়ায় তারা কৃতজ্ঞতা জানান। তবে রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া জাতীয় স্বার্থে প্রয়োজন এবং এটি গণতান্ত্রিকভাবে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তারা।
গণসংহতির মতে, সরকারের এ উদ্যোগের মাধ্যমে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে থাকা সব বাধা দূর হবে বলে আশা করা যায়। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ ও গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আহ্বান জানান সংগঠনের নেতারা।












