গণভোট যারা মানবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে: আখতার

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২৫ সময়ঃ ৯:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, গণভোটের বিরোধিতা করে যে রাজনৈতিক দলগুলো জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা শেষ পর্যন্ত জনগণেরই প্রত্যাখ্যানের মুখে পড়বে।

শনিবার রাজধানীর ফার্মগেটে তরুণ কৃষি উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে একটি দলের নেতারা স্পষ্টভাবে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন। “গণভোটের রায় যারা মানবে না, তারা জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করছে। জনগণও তাদের প্রত্যাখ্যান করবে।”

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দল এতে ধোঁয়াশা তৈরি করেছে। সরকারের ইচ্ছামতো বিভাজন হওয়ার কারণে জুলাই সনদের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে।

কৃষকদের অধিকার প্রসঙ্গে আখতার বলেন, “কিছু রাজনৈতিক দল গণভোটের আড়ালে কৃষকের অধিকারকে গৌণ করছে। অথচ গণভোট, সংস্কার ও কৃষকদের অধিকার—সবই একই সূত্রে গাঁথা।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের ‘উন্নয়নের বয়ানে’ কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঋণের ফাঁদে পড়েছেন, আর দলটির নেতারা দেশের টাকা পাচার করেছেন। তিনি বলেন, “কৃষিকে বাঁচিয়ে পলিসিনির্ভর বাংলাদেশ গড়তে হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে এনসিপির সদস্যসচিব বলেন, “৫ আগস্টের পরও সহিংসতা ও মারামারি আমাদের হতাশ করেছে।”

সেমিনারে কৃষিকে মূল ধারায় আনার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “কৃষিকে বিচ্ছিন্ন খাত নয়—মূল ধারার অংশ হিসেবে বিবেচনা করতে হবে। এনসিপি চায়, একজন কৃষক যেন সংসদে যেতে পারে, নিজের অধিকারের কথা নিজেই বলতে পারে। আধিপত্য ভেঙে কৃষিকে মুক্ত করতে পারলেই কৃষিবিপ্লব হবে।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G