পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, মাসুদ সাঈদীর ক্ষোভ প্রকাশ

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২৫ সময়ঃ ১০:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

পিরোজপুরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পিরোজপুর–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া শুধু একটি স্থাপনায় হামলা নয়—এটি ইতিহাস, সংস্কৃতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে শহিদদের প্রতি চরম অবমাননা। তার বক্তব্যে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশত্যাগের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ–যুবলীগের সন্ত্রাসীরা সারাদেশে স্মৃতিস্তম্ভে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। যারা এ ন্যক্কারজনক কাজ করেছে তারা দেশের শত্রু বলে উল্লেখ করে তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মাসুদ সাঈদী আরও বলেন, জুলাই যোদ্ধাদের স্মৃতির ওপর আঘাত মানে জাতীয় চেতনাকে অপমান করা। পিরোজপুরবাসী এ ধরনের নাশকতা কখনোই মেনে নেবে না। তিনি প্রশাসনকে কঠোর নজরদারি ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

এদিকে অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় ইতোমধ্যে একটি মামলা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. রবিউল ইসলাম।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G