জন্মদিনে নারীদের নিরাপত্তায় পাঁচ অঙ্গীকার জানালেন তারেক রহমান
প্রতিক্ষণ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ৬১তম জন্মদিনে নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নে পাঁচটি প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এ অঙ্গীকার তুলে ধরেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্ব দ্রুত বদলে যাওয়ায় আজকের প্রজন্ম আগের যেকোনো সময়ের তুলনায় ভিন্ন বাস্তবতার মুখোমুখি। সুযোগ যেমন বেড়েছে, তেমনি ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে নারীরা এখনও অনলাইন-অফলাইনসহ নানা ক্ষেত্রে হয়রানি, বুলিং ও সহিংসতার শিকার হচ্ছেন।
তারেক রহমান বলেন, “বাংলাদেশ যদি সামনে এগোতে চায়, তবে মেয়েরা, মায়েরা, বোনেরা কেউই ভয়ের মধ্যে বাঁচবে না—এটাই আমাদের অঙ্গীকার।” তিনি উল্লেখ করেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে।
নারী নিরাপত্তা ও সুরক্ষায় বিএনপির পরিকল্পনার পাঁচ অগ্রাধিকার তুলে ধরে তিনি জানান—
১. ন্যাশনাল অনলাইন সেফটি সিস্টেম:
সাইবার বুলিং, প্রতারণা, হুমকি বা ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা জানাতে ২৪/৭ হটলাইন, অনলাইন পোর্টাল ও প্রশিক্ষিত রেসপন্ডার থাকবে। বড় প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলা কনটেন্ট মডারেশনও জোরদার করা হবে।
২. পাবলিক লাইফ সেফটি প্রোটোকল:
সাংবাদিক, কর্মী, শিক্ষার্থী ও কমিউনিটি নেত্রীদের জন্য জাতীয় নির্দেশিকা, জরুরি আইনি সহায়তা এবং গোপন রিপোর্টিং চ্যানেল তৈরি করা হবে, যাতে জনজীবনে অংশ নেওয়ায় নারীরা হয়রানির শিকার না হন।
৩. ডিজিটাল সেফটি শিক্ষা:
স্কুল-কলেজ–বিশ্ববিদ্যালয়ে অরিয়েন্টেশনের সময় বাস্তবসম্মত ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষিত শিক্ষকরা ‘সেফটি ফোকাল পয়েন্ট’ হিসেবে কাজ করবেন।
৪. কমিউনিটি পর্যায়ে সুরক্ষা জোরদার:
কমিউনিটি হেল্প ডেস্ক, নিরাপদ যাতায়াতব্যবস্থা, উন্নত রাস্তার আলো ও ট্রমা-সেনসিটিভ রেসপন্ডার নিয়োগের মাধ্যমে নারীদের চলাচল ও দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ করা হবে।
৫. নারী নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি:
লিডারশিপ ট্রেনিং, মেন্টরশিপ নেটওয়ার্ক ও কর্মস্থলে শিশু যত্ন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে নারীদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশে সহায়তা দেওয়া হবে।
তারেক রহমান জানান, নারীরা নিরাপদ ও আত্মবিশ্বাসী না হলে দেশের উন্নয়ন পূর্ণতা পাবে না। তাই নারী উন্নয়নকে তিনি জাতীয় অগ্রগতির পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন।












