১৬ ডিসেম্বর থেকে তিন ধরনের মোবাইল ফোন বন্ধ

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০২৫ সময়ঃ ৬:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

সরকার অবৈধ মোবাইল ফোন বিক্রি বন্ধে আরও কঠোর হচ্ছে। ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে। তবে বর্তমানে ব্যবহৃত বা ১৬ ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোনগুলো বন্ধ হবে না।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে জানিয়েছেন, ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোনগুলো বন্ধ করা হবে। এতে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও উল্লেখ করেন, রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়াগুলো সাধারণ নাগরিকদের জন্য সহজ করার জন্য সরকার কাজ করছে। ব্যবহারকারীর সিম যদি নিজের নামে থাকে, তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সহজ হবে। প্রবাসীরা নিয়ম মেনে এক বা দুইটি ফোন আনতে পারবেন, এবং দুটির বেশি ফোনের ক্ষেত্রে এনবিআরের নির্দিষ্ট নিয়ম ও ফি প্রযোজ্য।

গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে বৈধ মোবাইল ফোনের দাম কমাতে সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G