ঘরের ৮টি জিনিস সরালেই বাড়বে ওয়াই-ফাইয়ের গতি

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০২৫ সময়ঃ ৭:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বাসায় ধীরগতির ইন্টারনেট, বারবার বাফারিং বা অনলাইন গেমে ল্যাগের জন্য অনেকেই সরাসরি ইন্টারনেট কোম্পানিকে দায়ী করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সমস্যা অনেক সময় ঘরের আশেপাশের জিনিসপত্র থেকেও হতে পারে।

আয়না, ধাতব আসবাব, মাইক্রোওয়েভ ওভেন, ব্লুটুথ ডিভাইস বা পানিভর্তি অ্যাকুয়ারিয়াম—এসব জিনিস ওয়াই-ফাই সিগনাল দুর্বল করে। তবে সমাধান সহজ: রাউটারকে এসব জিনিস থেকে দূরে সরিয়ে রাখলেই গতি বাড়ে।

ঘরের ৮টি ওয়াই-ফাই শত্রু:
১. আয়না: সিগনাল প্রতিফলিত করে দুর্বল করে।
২. ধাতব আসবাব: সিগনাল আটকে দেয়।
৩. মাইক্রোওয়েভ ওভেন: ওয়াই-ফাইয়ের সঙ্গে তরঙ্গ সংঘর্ষ ঘটায়।
৪. ব্লুটুথ ডিভাইস: একই ফ্রিকোয়েন্সিতে interference তৈরি করে।
৫. অ্যাকুয়ারিয়াম: পানি সিগনাল শোষণ করে, ‘ডেড জোন’ তৈরি হয়।
৬. ভারী আসবাব: সোফা বা খাট সিগনাল আটকায়।
৭. মোটা দেয়াল: সিগনাল দুর্বল করে।
৮. অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি: টিভি, ফ্রিজ বা কর্ডলেস ফোন interference তৈরি করে।

সমাধান:
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, রাউটার সবসময় ঘরের মাঝখানে, খোলা ও সম্ভব হলে একটু উঁচু জায়গায় রাখতে। আশপাশে আয়না, ধাতব আসবাব বা ইলেকট্রনিক যন্ত্রপাতি রাখলে গতি কমে যায়। মাত্র কয়েক মিনিটের ছোট এই পরিবর্তনও ওয়াই-ফাইয়ের গতি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও নিউইয়র্ক টাইমস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G