৩০ নভেম্বর থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ডসহ ৫ সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশঃ নভেম্বর ২৪, ২০২৫ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বাংলাদেশ ব্যাংক ৩০ নভেম্বর থেকে সাধারণ মানুষের জন্য প্রদত্ত পাঁচটি সরকারি রিটেইল সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হলো নিরাপত্তা ঝুঁকি কমানো, ভবন আধুনিকায়ন এবং উন্নত ভল্ট সুবিধা তৈরি করা।

বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় শাখা মতিঝিল এবং অন্যান্য শাখায় এই সেবা বন্ধ হবে। সেবাগুলোর মধ্যে সঞ্চয়পত্র আদান–প্রদান, প্রাইজবন্ড বিক্রি, ত্রুটিযুক্ত নোট বিনিময়, পিএডি আদান–প্রদান এবং চালানের ভাংতি অন্তর্ভুক্ত। এই সেবাগুলোর জন্য ব্যবহৃত ১২টি কাউন্টারও বন্ধ করা হবে, তবে দাপ্তরিক প্রয়োজনের জন্য একটি অভ্যন্তরীণ কাউন্টার চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মূল ভবন কেপিআই নিরাপত্তা নীতিমালার আওতায়। প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মানুষের উপস্থিতি নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। অতীতে এখানে রিজার্ভ হ্যাকিং, সঞ্চয়পত্র জালিয়াতি এবং নিরাপত্তাকর্মীর সঙ্গে দ্বন্দ্বের মতো ঘটনা ঘটেছে।

তবে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির আগ পর্যন্ত সংশ্লিষ্ট সব সেবা চালু থাকবে। মেয়াদপূর্তির পর এসব সঞ্চয়পত্র পুনঃবিনিয়োগ করা যাবে না। হিসাব পরিবর্তন, নমিনির মাধ্যমে পরিচালনা, আগাম নগদায়ন এবং অন্যান্য আইনগত কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ৬০টির বেশি বাণিজ্যিক ব্যাংক এই সেবা প্রদান করতে সক্ষম, তাই সাধারণ মানুষের জন্য কোনো ভোগান্তি হবে না।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G