বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদসংখ্যা ১৫৯৬
প্রতিক্ষণ ডেস্ক
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্ব খাতভুক্ত ‘সাহায্যকারী’ পদে ১ হাজার ৫৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ২৪ নভেম্বর থেকে।
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের সনদপত্র থাকা আবশ্যক। এছাড়া সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাশ করাও প্রযোজ্য। শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল কোনো ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ বা এর নিচে হওয়া যাবে না। পদটির গ্রেড ১৯ এবং বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা। বয়সসীমা নির্ধারিত হয়েছে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে পূরণ করতে হবে। পরীক্ষার ফি ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। আবেদন শুরু হবে ২৪ নভেম্বর, সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১৫ ডিসেম্বর, বিকাল ৫টা পর্যন্ত।
নিয়োগপ্রাপ্তরা প্রথম দুই বছর নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই প্রশিক্ষণ ও কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী সাহায্যকারীর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় মূল কাগজপত্র এবং সত্যায়িত কপি জমা দিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত তথ্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট www.bpdb.gov.bd এবং http://bpdb.teletalk.com.bd এ পাওয়া যাবে।












