বিশ্বের জনবহুল শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, দ্বিতীয় স্থানে ঢাকা

প্রকাশঃ নভেম্বর ২৭, ২০২৫ সময়ঃ ৬:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জাতিসংঘের সাম্প্রতিক জনসংখ্যা প্রতিবেদনে প্রকাশ হয়েছে—বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে জানায়, জাকার্তায় বর্তমানে বসবাস করছে প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষ। ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমাংশে অবস্থিত এই উপকূলীয় শহর আগে তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। সর্বশেষ হিসাব অনুযায়ী এটি এখন বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী।

বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার দ্বিতীয় অবস্থানে, যেখানে জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। দ্রুত নগরায়ন, অব্যাহত জনবৃদ্ধি এবং গ্রাম থেকে শহরে অভিবাসনের চাপের ফলে ঢাকা বর্তমানে বিশ্বের দ্রুতবর্ধনশীল মেগাসিটির অন্যতম। জাতিসংঘের পূর্বাভাস বলছে, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হতে পারে।

তৃতীয় স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও। শহরটির বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ। জনসংখ্যা স্থিতিশীল থাকায় টোকিও আগের শীর্ষস্থান হারিয়েছে।

বিশ্বের শীর্ষ দশ জনবহুল শহরের বাকি অবস্থানগুলোতেও আধিপত্য এশিয়ার—

  • নয়াদিল্লি, ভারত – ৩ কোটি ২ লাখ
  • শাংহাই, চীন – ২ কোটি ৯৬ লাখ
  • গুয়াংঝু, চীন – ২ কোটি ৭৬ লাখ
  • ম্যানিলা, ফিলিপাইন – ২ কোটি ৪৭ লাখ
  • কলকাতা, ভারত – ২ কোটি ২৫ লাখ
  • সিউল, দক্ষিণ কোরিয়া – ২ কোটি ২৫ লাখ

জাতিসংঘের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায়, এবং শীর্ষ দশের মধ্যে নয়টি এশিয়ার শহর। এশিয়ার বাইরে তালিকায় একমাত্র শহর হলো মিশরের রাজধানী কায়রো, যার জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G