অ্যামাজন–আলিবাবা হয়ে সরাসরি রপ্তানির অনুমতি
প্রতিক্ষণ ডেস্ক
অবশেষে বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির পথ খুলে দিল বাংলাদেশ ব্যাংক। অ্যামাজন, আলিবাবা, ইবে, ইটসি কিংবা যেকোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে রপ্তানি এখন থেকে বৈধভাবে করা যাবে।
সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে সার্কুলার জারি করে জানায়, আন্তঃসীমান্ত ই-কমার্সকে সহজ করতে বি২বি২সি কাঠামোর অধীনে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
এখন থেকে অ্যামাজন–আলিবাবার মতো প্ল্যাটফর্ম কনসাইনি হিসেবে কাজ করলেও রপ্তানি নথিপত্র গ্রহণ করবে ব্যাংক। রপ্তানিকারকদের শুধু প্ল্যাটফর্মে নিবন্ধনের প্রমাণ জমা দিতে হবে। প্রফর্মা ইনভয়েসের ভিত্তিতে পণ্যের মূল্য ঘোষণা করা যাবে।
রপ্তানি আয়ের ক্ষেত্রেও সহজীকরণ এসেছে। ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি আন্তর্জাতিক পেমেন্ট সার্ভিস অপারেটরের মাধ্যমেও অর্থ গ্রহণ করা যাবে। বিভিন্ন চালানের অর্থ একত্রে এলে ব্যাংক ‘ফার্স্ট-ইন, ফার্স্ট-আউট’ পদ্ধতিতে সমন্বয় করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সামনে নতুন আন্তর্জাতিক বাজার খুলে দেবে এবং বিশ্বের বড় অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশের রপ্তানি আরও গতিশীল হবে।












