অনির্দিষ্টকালের জন্য বন্ধ এনআইডির সব ধরনের সেবা

প্রকাশঃ নভেম্বর ২৯, ২০২৫ সময়ঃ ৯:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকার সিডি প্রস্তুতের কাজ এগিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ সোমবার বিকেল ৪টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম।

ইসি সূত্র জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে গণভোটও আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ দু’টি গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্নের প্রস্তুতির অংশ হিসেবে সাময়িকভাবে এনআইডি সেবা বন্ধ রাখা হচ্ছে।

সেবা বন্ধের সময়কাল সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G