বাংলাদেশে ১০ লাখ মানুষের খাদ্য-পানি সহায়তায় সৌদি-যুক্তরাজ্য
বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা ও নিরাপদ পানির প্রবেশাধিকার বাড়াতে যুক্তরাজ্য ও সৌদি আরব নতুন একটি মানবিক প্রকল্প হাতে নিয়েছে। এই উদ্যোগের আওতায় দেশে ১০ লাখের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানা গেছে।
বুধবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১–২ ডিসেম্বর আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা বিষয়ে যুক্তরাজ্য ও সৌদি আরবের তৃতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশকে বিশেষ অগ্রাধিকার দিয়ে খাদ্য নিরাপত্তাহীনতা এবং বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় নতুন এই যৌথ প্রকল্প ঘোষণা করা হয়।
বাংলাদেশে চলমান জলবায়ু–ঝুঁকি ও দাম বৃদ্ধি পরিস্থিতিতে এ ধরনের মানবিক সহায়তা দুর্বল জনগোষ্ঠীর জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে দুই দেশ মনে করে।
একই বৈঠকে ব্রিটিশ আন্তর্জাতিক বিনিয়োগ (BII) ও সৌদি একসাবের (Exim/ESAB) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে উদ্ভাবনী উন্নয়ন অর্থায়ন ও দীর্ঘমেয়াদি বিনিয়োগে দুই পক্ষ আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে।
ব্রিটিশ হাইকমিশন জানায়, মানবিক সহায়তার ক্ষেত্রে দুই দেশের এই অংশীদারিত্ব স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াবে। বিশেষ করে বাংলাদেশে পানি ব্যবস্থাপনা, খাদ্য সহায়তা এবং দুর্যোগ–ঝুঁকি মোকাবিলায় এটি নতুন গতি সঞ্চার করবে।
হাইকমিশন আরও বলছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বহুপাক্ষিক সমন্বয় এবং যৌথ উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ। বাংলাদেশে ঘোষিত নতুন মানবিক প্রকল্প সেই লক্ষ্যেরই অংশ।
প্রতিিএডি/শাআ













