শুধুমাত্র বেগম খালেদা জিয়াই এসএসএফ সুবিধা পাবেন

প্রকাশঃ ডিসেম্বর ৪, ২০২৫ সময়ঃ ১০:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৫ অপরাহ্ণ

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেলো শুধুমাত্র বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এসএসএফ সুবিধা পাবেন। তাঁর পরিবারের অন্য কোনো সদস্য অর্থাৎ তারেক রহমান এ বিশেষ নিরাপত্তা সুবিধা পাচ্ছেন না।

আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন,‘শুধুমাত্র বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকেই এসএসএফ সুবিধা দেওয়া হচ্ছে’।

তিনি আরও জানান—“সরকারি গেজেটে সিদ্ধান্ত স্পষ্টভাবে উল্লেখ আছে। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র খালেদা জিয়ার জন্যই প্রযোজ্য”।

এর আগে অনেকে ভেবেছিলেন তারেক রহমান মায়ের বদৌলতে এ বিশেষ সুবিধা পেতে পারেন। কিন্তু আজকের সরকারী ব্যাখ্যা সেই বিতর্কের পুরোপুরি ইতি টেনে দিল। উপদেষ্টা রেজওয়ানা সাংবাদিকদের সাফ জানিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বাংলাদেশের প্রধান সংবাদ হয়ে দাঁড়িয়েছিল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হালচাল। পাশাপাশি আরেকটি প্রশ্ন খুব বেশি শোনা যাচ্ছিল তা হলো,তারেক রহমান কি মায়ের এই মুমূর্ষু অবস্থায় পাশে থাকবেন না? এরই পরিপ্রেক্ষিতে তারেক রহমান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন দেশে আসতে পারছেন না তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। এতে নতুন বিতর্কের জন্ম নিয়েছিল। কারণ তিনি বলেছিলেন, দেশে আসার ক্ষেত্রে তাঁর একার সিদ্ধান্ত যথেষ্ট নয়। এই ফেসবুক পোস্টের পর থেকে নতুন বিতর্কের শুরু হলো। কে বা কারা তারেক রহমানকে দেশে আসতে
বাধা দিচ্ছেন? এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে,দেশে আসার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তারেক রহমানের জন্য কোনো ধরণের বাধা প্রদান করা হচ্ছে না। ঠিক এ সংবাদের পরপরই বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খুব শিঘ্রই মা’কে দেখার জন্য তারেক রহমান বাংলাদেশে আসছেন। মূলত তখন থেকেই এ প্রশ্নটি সবার মনে এসেছিল। খালেদা জিয়াকে দেওয়া এই বিশেষ সুবিধা কি তারেক রহমানও পাচ্ছেন?

প্রতিক্ষণ/এডি/শাআ

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G