মানুষের কাজ কমে যাবে, রোবটের কাজ বাড়বে

প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০২৫ সময়ঃ ১০:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৫ অপরাহ্ণ

ভবিষ্যতের শ্রমবাজার নিয়ে আবারও চমকে দিলেন এলন মাস্ক: “মানুষের কাজ করা বাধ্যতামূলক থাকবে না!”

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ইউএস–সৌদি ইনভেস্টমেন্ট ফোরাম’-এ বক্তৃতা দিতে গিয়ে ভবিষ্যৎ পৃথিবীর কর্মব্যবস্থা নিয়ে এক বিস্ময়কর পূর্বাভাস দিলেন টেসলা ও স্পেসএক্স সিইও এলন মাস্ক। তাঁর মতে, সামনের ১০ থেকে ২০ বছরের মধ্যে ‘কাজ’ নামের প্রচলিত ধারণাটিই বদলে যাবে।

মাস্কের ভাষায়, “মানুষ ভবিষ্যতে কাজ করবে ইচ্ছা হলে—নিজের প্যাশন বা আনন্দের জন্য। জীবিকা অর্জনের জন্য বাধ্য হয়ে কাজ করতে হবে না।”

তিনি বলেন, আসন্ন অর্থনৈতিক কাঠামোকে চালাবে কোটি কোটি রোবট এবং উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা। মানবশ্রমের প্রয়োজনীয়তা দ্রুত কমে যাবে, আর শিল্প–কারখানা থেকে শুরু করে সেবা খাত—সব জায়গাতেই দায়িত্ব নেবে স্বয়ংক্রিয় ব্যবস্থা।

মাস্ক আরও দাবি করেন, টেসলার ভবিষ্যত বাজারমূল্যের প্রায় ৮০ শতাংশই আসবে তাদের হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’-এর মাধ্যমে। তাঁর মতে, এই প্রযুক্তিই মানবসভ্যতার নতুন যুগের সূচনা করবে।

এ সময় তিনি “ইউনিভার্সাল হাই ইনকাম” ধারণার কথাও তোলেন। মাস্কের ব্যাখ্যায়, এমন এক সমাজ তৈরি হতে পারে যেখানে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত থাকবে সবার জন্য, ফলে টিকে থাকার জন্য দুশ্চিন্তা আর থাকবে না।

তবে সমালোচকরা বলছেন, বিষয়টি এত সহজ নয়। অনেক অর্থনীতিবিদের মতে, প্রযুক্তির অগ্রগতি অবশ্যই বড় ভূমিকা রাখবে, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত, সম্পদ বণ্টন এবং সামাজিক ন্যায়বিচার—এসবই ভবিষ্যৎ সমাজব্যবস্থার নির্ধারক হবে।

প্রতিিএডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G