ডিভি লটারি বাতিল হয়নি, সাময়িকভাবে স্থগিত করেছে
ডাইভার্সিটি ভিসা (ডিভি) লটারি পুরোপুরি বাতিল করা হয়নি। যুক্তরাষ্ট্র সরকার নিরাপত্তা ও নীতিগত পর্যালোচনার কারণে ডিভি লটারির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েম জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশে ডিভি প্রোগ্রাম আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে এটি কংগ্রেসের মাধ্যমে আইনগতভাবে বাতিল হয়নি।
সরকারি সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা ও ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন করে ডিভি লটারির কার্যক্রম এখন বন্ধ থাকলেও ভবিষ্যতে এটি পুনরায় চালু হতে পারে।
উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে চালু থাকা ডিভি লটারির মাধ্যমে প্রতি বছর প্রায় ৫০ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পেতেন।
প্রতি / এডি /শাআ










