২০২৬ শিক্ষাবর্ষে স্কুল ছুটিতে বড় কাটছাঁট, রমজানেও চলবে ক্লাস

প্রকাশঃ ডিসেম্বর ২৮, ২০২৫ সময়ঃ ১১:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫০ অপরাহ্ণ

২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঘোষিত তালিকায় আগের বছরের তুলনায় মোট ১২ দিন ছুটি কমানো হয়েছে। এতে শবে মেরাজ, জন্মাষ্টমী ও আশুরাসহ একাধিক ধর্মীয় ও জাতীয় দিবসে ছুটি রাখা হয়নি। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময়ই বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছুটির সূচি অনুযায়ী, ২০২৬ সালে রমজান ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে শুরু হবে ৮ মার্চ থেকে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ১৭ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ২১ রমজান পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে হবে।

গত ২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর মিলিয়ে মোট ২৮ দিনের ছুটি ছিল। নতুন শিক্ষাবর্ষে এসব উপলক্ষে ছুটি কমিয়ে ১৯ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ছুটি ১৫ দিন থেকে কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশ থেকেও একদিন ছুটি কমেছে।

নতুন তালিকা অনুযায়ী যেসব দিনে আর বিদ্যালয় বন্ধ থাকবে না, সেগুলোর মধ্যে রয়েছে— শবে মেরাজ, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, আশুরা, জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও মহালয়া।

তবে ছুটির তালিকায় কিছু সংযোজনও করা হয়েছে। আগে যেসব দিবসে ছুটি ছিল না, সেগুলোর মধ্যে শবে বরাত, বৈসাবি উৎসব ও ঈদে মিলাদুন্নবীতে এবার একদিন করে ছুটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন এ সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

প্রতি /এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G