বেগম খালেদা জিয়ার জানাজা, মানুষের জনস্রোত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন লাখো মানুষ।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজায় ইমামতি করেন।
জানাজায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও হাইকমিশনাররাও জানাজায় অংশ নেন।
রাষ্ট্রীয় মর্যাদা ও বিপুল জনসমাগমে শেষ বিদায় জানানো হয় দেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক নেত্রীকে।
প্রতি /এডি /শাআ











