মৃত্যুর অভিনয় করে এসে সত্যিই মারা গেলেন

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০২৫ সময়ঃ ৮:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ অপরাহ্ণ

মৃত্যুর অভিনয় করে ঘরে ফিরে সত্যি সত্যি মারা গেলেন এই দক্ষিণা অভিনেত্রী।

ভারতের দক্ষিণী টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ, কন্নড় ও তামিল ভাষার অভিনেত্রী নন্দিনী সিএম মারা গেছেন। মাত্র ২৬ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও দর্শকদের মধ্যে।

জানা গেছে, তামিল ধারাবাহিক ‘গৌরী’-তে নন্দিনীর চরিত্রে বিষ পান করে আত্মহত্যা করতে দেখা যায়। ঐ ধারাবাহিকে তার চরিত্রের মৃত্যু দৃশ্যের শুটিংয়ের পরই বাস্তব জীবনেও আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেঙ্গালুরুর কেঙ্গেরি এলাকার একটি আবাসন থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সেখানে পেয়িং গেস্ট হিসেবে বসবাস করতেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ২৮ ডিসেম্বর রাত থেকে ২৯ ডিসেম্বর মধ্যরাতের মধ্যে তিনি আত্মহত্যা করেছেন।

সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, ২৮ ডিসেম্বর সকালে শুটিং সেটে নন্দিনীকে স্বাভাবিকই দেখা গিয়েছিল। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে অনেকেই বিস্মিত ও মর্মাহত।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং কেঙ্গেরি থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

নন্দিনী সিএম কন্নড় ও তামিল ভাষার বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’ ও ‘নিনাদে না’সহ একাধিক প্রজেক্টে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল।

অভিনয়জগতের সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

প্রতি / এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G