গণপরিবহনসহ সব পাবলিক প্লেসে ধূমপানে নিষেধাজ্ঞা
সব পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান ও তামাক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ ক্ষেত্রে জরিমানা বাড়িয়ে সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যমে তামাকের সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিশুপার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রিও নিষিদ্ধ থাকবে।
নতুন আইনে তামাকপণ্যের প্যাকেটে ৭৫ শতাংশ জায়গাজুড়ে স্বাস্থ্য সতর্কবার্তা ও ছবি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা ও কারাদণ্ডের বিধান কঠোর করা হয়েছে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল ও পণ্য জব্দের সুযোগ রাখা হয়েছে।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে নিয়ন্ত্রণ জোরদার করতে সরকার নতুন সংশোধিত আইন কার্যকর করেছে। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ রাষ্ট্রপতির অনুমোদনের পর ৩০ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আনা এই অধ্যাদেশে তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষাই প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংশোধিত আইনে ই-সিগারেট, ভ্যাপ, হিটেড টোব্যাকোসহ সব উদীয়মান তামাকপণ্যকে তামাকজাত দ্রব্যের আওতায় এনে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এসব পণ্যের উৎপাদন, আমদানি, বিক্রি ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
প্রতি / এডি /শাআ











