উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০২৬ সময়ঃ ৮:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৩ অপরাহ্ণ

জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ সাময়িকী উইজডেন প্রকাশিত বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

উইজডেনের সম্পাদকীয় বোর্ড বছরের সব আন্তর্জাতিক ও স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করে এই একাদশ নির্বাচন করেছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় গত বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে, পাশাপাশি চলেছে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি মৌসুম—এই দুই ক্ষেত্রের সম্মিলিত পারফরম্যান্সই বিবেচনায় নেওয়া হয়েছে।

পরিসংখ্যানেও নিজেকে আলাদা করে তুলে ধরেছেন মোস্তাফিজ। ২০২৫ সালে অন্তত ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে তাঁর বোলিং গড় ছিল সর্বনিম্ন—মাত্র ১৮.০৩। রান খরচের দিক থেকেও ছিলেন সবচেয়ে কৃপণ পেসারদের একজন। স্ট্রাইক রেটের হিসাবে কেবল ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার সামান্য এগিয়ে ছিলেন।

পুরো বছরজুড়ে ডেথ ওভার থেকে শুরু করে মাঝের ওভার—সব পর্যায়েই ব্যাটসম্যানদের ওপর চাপ ধরে রেখে নিয়মিত উইকেট নেওয়াই মোস্তাফিজের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। সেই ধারাবাহিকতারই আন্তর্জাতিক স্বীকৃতি মিলল এবার উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা পাওয়ার মাধ্যমে।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G