সৌন্দর্যবর্ধনে নেইল আর্ট
তাজিন আকতার, প্রতিক্ষণ ডট কম:
বর্তমানে তরুণীদের কাছে উৎসব মানেই সাজসজ্জা। আর সাজসজ্জার অন্যতম একটি জনপ্রিয় অনুসংগ হলো নেইল আর্ট।
নেইল আর্ট বর্তমানে যোগ হয়েছে অন্যতম ফ্যাশন ট্রেন্ড হিসেবে।
বর্তমানে পার্লারগুলোতে বেশ জমজমাট ব্যবসা চলছে নেইল আর্ট এর।
সব বয়সের নারীরা লুফে নিচ্ছেন নেইল আর্ট এর মতো এতো স্মার্ট ফ্যাশনকে। পার্লারে নেইল আর্ট করাতে গেলে খসাতে হয় বেশ কিছু টাকা।
কিন্তু সৌন্দর্য বর্ধনে নারীরা পিছিয়ে নেই টাকার কথা ভেবে।
এবার চলুন জেনে নেয়া যাক এই নতুন বছরে কি ধরণের ট্রেন্ডি নেইল আর্ট চলছে– শহরের স্বনামধন্য বিউটি স্যালুন গুলোতে ঢু মেরে জানা গেছে বর্তমানে বহুল ট্রেন্ড হলো
এ্যানিম্যাল প্রিণ্ট নেইল আর্ট।
পশু প্রেমী তরুণীরা তাদের প্রিয় পশু-পাখির রঙে রাঙ্গিয়ে তুলছেন তাদের নখ। যা তাদের সৌন্দর্য আরো একধাপ বাড়িয়ে দিচ্ছে।
এসব ট্রেন্ডি এ্যানিম্যাল প্রিণ্ট নেইল আর্ট পেতে আপনাকে যেতে হবে পারসোনা, আল্ভিরাস, বিবিয়ানার মতো বিউটি শপ্ গুলোতে।
এই নেইল আর্ট করে আপনিও হতে পারেন অনেকের মধ্যে অনন্য।









