অন্তর্মুখী ব্যক্তিরা কি সত্যিই অসামাজিক?

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ৪:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

man-at-the-window PAIDইন্ট্রোভার্ট শব্দের অর্থ অন্তর্মুখী। ইন্ট্রোভার্ট ব্যক্তি লাজুক হতে পারেন, কিন্তু এই বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যটি লাজুকতা নয়। আমাদের মাঝে মাত্র ২৫-৪০ ভাগ মানুষ ইন্ট্রোভার্ট, তবে প্রকৃতি প্রদত্ত বিশেষ গুণাবলী সম্পন্ন মানুষ, যাদের আমরা বলে থাকি ‘গিফটেড পারসন’, তাদের ৬০ ভাগই ইন্ট্রোভার্ট হয়ে থাকেন।

যারা ইন্ট্রোভার্ট তারা  নিজেদের চিন্তা-ভাবনা ও অনুভূতিতে বিচরণ করতে ভালোবাসেন। আমরা ভাবি, তারা মানুষের সাথে মিশতে পারে না বা মিশতে পছন্দ করে না, সবার সাথে সময় কাটাতে চায় না, তারা অসামাজিক ইত্যাদি। কিন্তু বিষয়টি আসলেই চরম ভুল। অন্তর্মুখী ব্যক্তিরা মোটেই অসামাজিক নয়। তবে তাদের সামাজিকতার ধরনটি কিছুটা ভিন্ন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম হাফিংটন পোস্টে এমন কিছু বিষয় প্রকাশিত হয়েছে।

১. অনেকেরই ধারণা অন্তর্মুখী ব্যক্তিরা মজা করতে জানে না। আর ভালো কোনো পার্টিকেও তারা ঘৃণা করে। যদিও ধারণা সঠিক নয়। তারাও মজা করতে জানে কিন্তু তা অন্যকে প্রকাশ করতে পারে না। এক্ষেত্রে যার সঙ্গে ভালো লাগে শুধু তার সঙ্গেই মজা করতে ভালোবাসে তারা।

২. অন্তর্মুখী ব্যক্তিরা কখনোই তাদের মনোভাব প্রথমে সবাইকে জানায় না। এটি বহির্মুখী ব্যক্তিদের বিপরীত। আর এ বিষয়টি কোনো অস্বাভাবিকতা নয়।

৩. অন্তর্মুখী ব্যক্তিরা ব্যক্তিগত স্থানকে গুরুত্বের সঙ্গে দেখে। আর এর কারণ, তারা চারপাশের ব্যক্তি সম্পর্কে সব সময় সচেতন থাকে। আর কোনো বিষয় নিয়ে নিবিড়ভাবে চিন্তা করার জন্য তাদের নিরিবিলি স্থান প্রয়োজন হয়।

৪. অন্তর্মুখী ব্যক্তিরা সহায়তা করে না, এমনটা ভুল ধারণা। তাদের কাছ থেকে সহায়তা পাবেন তবে এজন্য আপনাকেই প্রথমে এগিয়ে যেতে হবে।

৫. অনেকেই অন্তর্মুখী ব্যক্তিদের লাজুক বলে মনে করেন। যদিও বিষয়টি অন্তর্মুখীতার কারণে ঘটে না।

৬. অন্তর্মুখী ব্যক্তিরা সহজেই কোনো মতামত দেয় না। এ কারণে ভাবা উচিত নয় যে, তারা কোনো বিষয়েই মতামত দেয় না।

৭. অন্তর্মুখী ব্যক্তিরা সহজেই বেশি মানুষের মুখোমুখি হতে চায় না। এ কারণেই তারা সাধারণত কোনো নির্দিষ্ট কমফোর্ট জোনে কাজ করতে আগ্রহী হয়।

৮. অন্তর্মুখী ব্যক্তিরা কাজের ক্ষেত্রে দক্ষ হয়। তারা সাধারণত নিরিবিলি স্থানে বসে একমনে কাজ করতে ভালোবাসে।

৯. অন্তর্মুখী ব্যক্তিরা টেলিফোন আলাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারা কথাবার্তার বদলে লিখিত মেসেজ আদান-প্রদানেই আগ্রহী হয় বেশি।

১০. অন্তর্মুখী ব্যক্তিরা সারপ্রাইজ পার্টি বা অনুরূপ বিষয়ে মোটেই আগ্রহবোধ করে না। তারা কোনো বড় পার্টির কেন্দ্রস্থলে থাকতে অস্বাচ্ছন্দ্যবোধ করে।

১১. অন্তর্মুখী ব্যক্তিদের আশপাশের দিকে কোনো নজর থাকে না, এমনটা মনে করার কোনো কারণ নেই। তারা আশপাশের বিষয় সম্বন্ধে মনোযোগী থাকে। বিভিন্ন মানুষের মনোভাব ও এরুপ নানা বিষয়ে তারা অন্য অনেক মানুষের তুলনায় বেশি নজর রাখে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G