আকাশ অন্ধকার, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নগরী

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৪, ২০২৩ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৮ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

নতুন বছরের শুরুতে শীত আরো জেঁকে বসবে তা বলে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। পুরো দেশজুড়েই প্রচন্ড শীতে কাঁপছে সাধারণ মানুষ। গতকাল বগুড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল তাপমাত্রা।

সে রকম ঠান্ডার মধ্যে নাকাল এবার রাজধানী বাসী। আজ ঢাকার তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

দুপুর ১২টা অবদিও আকাশে সূর্য এর কোন দেখা মেলেনি। রাস্তায় মানুষের চলাচল ছিল অনেক কম।

দুপুরের পর মনে হয়েছে মাত্র ভোর হয়েছে। জমজমাট মিরপুরের ১০ নম্বর গোল চক্করটিও ছিল প্রায় ফাঁকা। গাড়ীর সংখ্যা যেমন ছিল কম, তেমনি মানুষ প্রচন্ড শীতে কাজেও যায়নি।

ঠান্ডায় নাকাল নগরবাসীর যারা অতি জরুরি প্রয়োজনে রাস্তায় নেমেছে তারা বিফল হয়ে ফিরে গেছে। কারন অধিকাংশ দোকান আর মার্কেট ছিল বন্ধ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G