অফিসের সাজ হোক পরিপাটি

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ১২, ২০১৫ সময়ঃ ৬:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৬ অপরাহ্ণ

ফারজানা ওয়াহিদ

office

টুকিটাকি সাজুগুজু করতে আমরা সবাই পারি। কিন্তু এটা কি জানি কোন ধরণের পোশাক কখন পড়তে হয়। অফিসের পোশাক, বাড়ির পোশাক, বেড়াতে যাওয়ার পোশাক ও পার্টিতে যাওয়ার পোশাক প্রত্যেকটা পোশাকই আলাদা। সব সময় খেয়াল রাখতে হবে কোথায় যাচ্ছি, কি উদ্দেশ্যে যাচ্ছি  সেই বুঝে পোশাক নির্বাচন করতে হবে।

যারা আমরা অফিসে যাই তাদেরও জানতে হবে কোন অনুষ্ঠানে কি ধরণের পোশাক পড়তে হবে। তাই জেনে নিই অফিসে কি ধরণের পোশাক পড়তে হয়-

অফিসের পার্টির পোশাক অবশ্য একটু আলাদা। মেয়েরা একটু জমকালো শাড়ি পড়তে পারেন।  ছেলেরা স্যুট-টাই পরে গেলেও ক্ষতি নেই। শার্ট, প্যান্ট, জুতা, হাতঘড়ি ম্যাচ করে পড়তে পারেন। আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে জুতা ও অন্যান্য উপকরণের সাথে ম্যাচ করতে পারেন।

ooooমেয়েরা দরকারি জিনিস পত্রের জন্য বড় হাত ব্যাগ সঙ্গে রাখতে পারেন।  অন্যথায় ছোট মানানসই ব্যাগ ব্যবহার করাই ভালো। ছেলেরাও প্রয়োজনে ব্যাগ ব্যবহার করতে পারেন।

অফিসে আপনার পোশাক-আশাকে কোনোভাবেই যেন দৃষ্টিকটু কিংবা অগোছালো ভাব ফুটে না ওঠে। পোশাক ও সাজে শালীনতা থাকাটা জরুরি। অশালীন ও আঁটসাঁট পোশাক পরবেন না। আঁটসাঁট পোশাক কাজের জায়গার জন্যও উপযুক্ত নয়। অপরিচ্ছন্ন হয়ে অফিসে যাবেন না। বাসা থেকে বেরোনোর আগে আয়নার সামনে ভালো করে দেখে নিন পোশাক-আশাক সব ঠিক আছে কিনা।

অফিসে কড়া গন্ধের সেন্ট, পারফিউম ব্যবহার করবেন না। অনেকেই বুঝতে পারেন না,  কোন ধরনের জুতা বা স্যান্ডেল অফিসের উপযোগী। মেয়েরা স্যান্ডেলের ক্ষেত্রে ফ্ল্যাট, সেমি-ফ্ল্যাট বা সেমি-হিল পরতে পারেন। ছেলেদের ক্ষেত্রে খুব বেশি ফ্যাশনেবল জুতা বা স্যান্ডেল ব্যবহার না করাই ভালো।

শুধু ভালো পোশাক পরেই নিজেকে স্মার্ট ভাবাটা বোকামি। এক্ষেত্রে প্রকাশ ভঙ্গিও থাকা চাই। যাই পরুন না কেন নিজের মধ্যে স্মার্টনেস, আধুনিকতা, প্রতিভার ভাবটিও ফুটিয়ে তুলুন। শুধু নিজের পোশাকেই পরিপাটি হলে হবে না,  দিনের একটি উল্লেখযোগ্য সময় যেখানে কাটিয়ে দিচ্ছেন সেটাকেও গুছিয়ে রাখতে হবে। যেমন- নিজের ডেস্ক ও ব্যবহার্য জিনিসপত্র ইত্যাদি।

 

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G