এইচএসসি পরীক্ষা চলছে

প্রথম প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ১০:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hscঅবরোধের মধ্যেই আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বুধবার সকাল ১০টা থেকে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলবে দুপুর ১ টা পর্যন্ত।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতিও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাংলাদেশের ২ হাজার ৪১৯টি কেন্দ্রে ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নেয়া হচ্ছে। এছাড়া, দেশের বাইরে নতুন দুটিসহ মোট সাতটি কেন্দ্রে ২৪১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে  ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৮ হাজার ২৪৭ জন এবং ডিআইবিএসে চার হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী রয়েছে।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ জন ছাত্র এবং ৫ লাখ দুই হাজার ৮৯১ জন ছাত্রী।

প্রতিক্ষণ/এডি/নাহার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G