কাল বাংলাদেশ-আফগান মুখোমুখি

প্রথম প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ৬:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

bd vs afganবিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল চারটায় শুরু হবে ম্যাচটি।

মাঝে দুদিনের বিরতি। কিন্তু বিশ্রামের সুযোগ নেই লোডভিকের পাঠশালায়। এ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ভুল শুধরে নেয়ার চেষ্টায় ব্যস্ত। চলছে কঠোর অনুশীলন।

এবার লক্ষ্য আফগানিস্তান। এশিয়ান গেমসে বাংলাদেশের কাছে হার মনে রেখেছেন আফগানিস্তানের নবীন কোচ স্ল্যাভেন স্কেলেজিচ। বসনিয়ান বংশোদ্ভূত জার্মান কোচ আফগানদের দায়িত্ব নিয়েছেন ফেব্রুয়ারি মাসে। নতুন দায়িত্বে দলকে ঢেলে সাজিয়েছেন। বাদ পড়েছেন অনেক সিনিয়র খেলোয়াড়।

আফগানিস্তানের কোচ স্ল্যাভেন স্কেলেজিচ বলেন, ঐ ম্যাচের প্রতিশোধ নেয়া আমাদের লক্ষ্য নয়। বরং বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুত হওয়াটাই উদ্দেশ্য।

আফগান দলে বিদেশী বংশোদ্ভূত খেলোয়াড়ের সংখ্যাটাই বেশি। এই তালিকায় থাকা ১৪জনের মধ্যে ৭জন জার্মান লিগে খেলেন, তিনজন খেলেন ডাচ লিগে।তারপরও বাংলাদেশে সমীহ স্কেলেজিচের।

এদিকে, ঢাকার গরম আবহাওয়া চিন্তায় ফেললেও বিশ্বকাপ বাছাইয়ের আগে এই প্রতিকূলতাকেও জয় করতে চায় টিম আফগানিস্তান।

তবে বাংলাদেশের বিরুদ্ধে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি আফগানিস্তান। সবমিলিয়ে দু’দল ৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে একটি এবং ড্র হয়েছে তিনটি।

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G