কেমন হবে পার্টির সাজগোজ?

প্রথম প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১২:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৮ অপরাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন। তা যদি হয় ক্যাজুয়াল কোনো অনুষ্ঠান, তাহলে বাড়তি যত্ন লাগবেই। কেননা, কাজের পরিবেশের পরিমিত ভাবটা সাজসজ্জার মধ্যে থাকতে হয়। জমকালো সাজপোশাক এর ক্ষেত্রে একেবারেই বেমানান। অফিসের কোন ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন, তার ওপর নির্ভর করবে আপনার সাজ।

party--1

নিজের ব্যক্তিত্ব ও রুচির সঙ্গে মানানসই নয়, এমন সাজ এড়িয়ে যাওয়া উচিত। আবার একেবারে না সাজলেও আপনাকে পুরো অনুষ্ঠানে বেমানান লাগবে, যার কোনোটিই কাম্য নয়।

 

party--2কোন ধরনের অনুষ্ঠান ও অনুষ্ঠানের সময়, এ সম্পর্কে আগেই জেনে নিন। যদি রাতের কোনো অনুষ্ঠান হয়, তবে সাজটা একটু জমকালো হবে। দিনের বেলা হলে হালকা সাজই উপযুক্ত।
প্রথমেই ঠিক করুন, কোন ধরনের পোশাক পরবেন। অফিসের অনুষ্ঠানে শাড়ি বেছে নেওয়া যেতে পারে।

সালোয়ার-কামিজ, ফরমাল শার্ট-প্যান্টও পরতে পারেন। যদি অফিস থেকে সরাসরি অনুষ্ঠানে যেতে হয়, তবে আরামদায়ক পোশাক পরাই ভালো। সারা দিন ওই পোশাক পরেই কর্মব্যস্ত দিন কাটাতে হবে। জামদানি, ক্রেপ, জর্জেট বা ঐতিহ্যবাহী কোনো শাড়ি বেছে নিতে পারেন। শিফনের হালকা রঙের শাড়িও মানানসই এ ধরনের অনুষ্ঠানে।

 

অফিসের অনুষ্ঠানে ভারী গয়না পরা উচিত নয়। শাড়ি, সালোয়ার-কামিজ বা ফরমাল শার্ট-প্যান্টের সঙ্গে ছোট হালকা গয়না মানানসই। অফিসেও এসব গয়না পরতে পারেন। মুক্তা, হীরা বা পাথরের ছোট কানের টপ পরা যেতে পারে। গলায় চিকন চেইনের সঙ্গে ছোট্ট লকেট বা পেনডেন্ট পরতে পারেন।

 

 

party--3

হাতে ব্রেসলেট বা এক হাতে ঘড়ি কিংবা দুটি চুড়ি পরলে ভালো লাগবে । কেউ যদি ফতুয়া বা কুর্তা পরতে চান, তবে সেটি সিল্ক বা ক্রেপ হলে ভালো দেখাবে। সঙ্গে অবশ্যই ফরমাল প্যান্ট ও জুতা পরতে হবে। আজকাল বাজারে নানা ধরনের পাম্প শু পাওয়া যায় পোশাকের সঙ্গে পরার জন্য।

এবার আসা যাক সাজসজ্জায়। অফিস থেকে সরাসরি যেতে হলে অফিসেই নিজেকে সাজিয়ে নিতে হবে। ব্যাগে ফেসওয়াশ, ওয়েট টিস্যু, কমপ্যাক্ট পাউডার, মাশকারা, কাজল, লিপস্টিক, লিপগ্লস, পারফিউম ও একটি চিরুনি রাখতে ভুলবেন না।

ফেসওয়াশ বা ওয়েট টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে নিন। শুষ্ক ত্বক হলে হালকা করে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে পারেন। এরপর কমপ্যাক্ট পাউডার মুখে ব্যবহার করুন। চোখে কালো বা ধূসর বাদামি রঙের কাজল, মাশকারা ও আইলাইনার লাগাতে পারেন। এরপর যেকোনো হালকা রঙের লিপস্টিক বা লিপগ্লস দিয়ে ঠোঁট রাঙিয়ে নিন।

তবে আসল ঝক্কি হয় চুল নিয়ে। চুল ছোট হলে পছন্দমতো আঁচড়িয়ে নিন। অফিসে আসার আগে ব্লো-ড্রাই করতে পারেন। রিবন্ড করা থাকলে চুল স্ট্রেট মেশিন দিয়ে একটু গুছিয়ে নিতে পারেন। আর বড় চুল হলে খোঁপা করে নিন। তবে কোনো অবস্থায়ই চুল যেন এলোমেলো বা খোলা না থাকে।’

প্রতিক্ষণ/এডি/তাজিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G