চবি শিক্ষক সমিতি নির্বাচনে হলুদ দলের নিরঙ্কুশ জয়

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৭ সময়ঃ ৮:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ অপরাহ্ণ

মিনহাজ তুহিন, চবি প্রতিনিধি :

অধ্যাপক ড. মিহির কুমার রায় (বামে) এবং অধ্যাপক ড. মোহাম্মদ মুয়াজ্জম হোসেন (ডানে)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত হলুদ দল থেকে সভাপতি পদে পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মিহির কুমার রায় ও সাধারণ সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুয়াজ্জম হোসেন নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে পাঁচটি সম্পাদকমণ্ডলীর পদ ও ছয়টি কার্যনির্বাহী সদস্যপদে অর্থাৎ সর্বমোট ১১টি পদে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ দল থেকে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের জানান, নির্বাচনে হলুদ দল থেকে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মিহির কুমার রায় সভাপতি পদে পেয়েছেন ৩৬১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ‘সাদা দল’ থেকে সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান পেয়েছেন ২৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে হলুদ প্যানেলের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুয়াজ্জম হোসেন পেয়েছেন ৪২১ এবং সাদা দলের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের অধ্যাপক ড.মো.শফিকুল ইসলাম পেয়েছেন ২১৬ ভোট।

অন্যান্য পদেও হলুদ দলের সকল প্রার্থীরা বিশাল ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G