চুলের যত্নে এই সময়

প্রথম প্রকাশঃ মে ১৪, ২০১৫ সময়ঃ ৩:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

hairবইছে গ্রীষ্মের বৈরী হাওয়া। বাইরে বের হলেই রেহাই নেই রোদের প্রখরতা থেকে। ঘেমে চুলের চিটচিটে অবস্থা। এ থেকে হতে পারে চুলের নানান সমস্যা।

সৌন্দর্যের অন্যতম হলো চুল। আর সুন্দর চুল নারীর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। তবে চুল সুন্দর রাখতে নিয়মিত যত্নআত্তি অত্যন্ত জরুরি। কেননা বাইরের ধুলোবালিতে চুল সহজেই রুক্ষ হয়ে পড়ে। আর ব্যস্ত নাগরিক জীবনে আজ চুলের যত্ন নেওয়া হয় না বললেই চলে। নিয়মিত পার্লারে যাওয়ার সময়ও হয়তো পাওয়া যায় না।

ব্যবহার করুন মৃদু শ্যাম্পু

মৃদু শ্যাম্পু ব্যবহার করুন। অল্প পরিমাণ শ্যাম্পু নিয়ে একটুখানি পানিতে মিশিয়ে ব্যবহার করুন। আমলা, ব্রাহ্মীসমৃদ্ধ শ্যাম্পু বেছে নেওয়ার চেষ্টা করুন। কন্ডিশনারসমৃদ্ধ শ্যাম্পু কিনতে পারেন।

দরকার সঠিক কন্ডিশনার

কন্ডিশনার চুলের ওপর সুরক্ষার আস্তর তৈরি করে চুলকে আরও মজবুত করে তোলে। প্রোটিন ও তেলসমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করুন। মেহেদিও ব্যবহার করতে পারেন। কন্ডিশনারের মতো মেহেদিও চুলকে নরম ও মসৃণ করে। রুক্ষ চুল শ্যাম্পু করার পর ক্রিম কন্ডিশনার ব্যবহার করুন। অল্প পরিমাণ কন্ডিশনার নিয়ে হালকাভাবে চুলে ম্যাসাজ করুন। চুলের ডগায় লাগাতেও ভুলবেন না। দুই মিনিট পর পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

সপ্তাহে একবার ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট করতে পারেন। একটি ডিম, একটি লেবুর রস ও এক চা-চামচ গ্লিসারিন বা মধু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথার তালুতে ও চুলে ভালো করে ম্যাসাজ করে পলিথিনের টুপি পরে এক ঘণ্টা থাকুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। গ্লিসারিন ও মধু চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

চুল অতিরিক্ত শুষ্ক বা ভঙ্গুর হলে ডিমের কুসুমের সঙ্গে সামান্য জলপাই তেল মিশিয়ে চুলে লাগান। এরপর নরম কাপড় মাথায় পেঁচিয়ে এক ঘণ্টা রাখুন। তারপর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

সূত্রঃ ইন্টারনেট।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G