জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম প্রকাশঃ আগস্ট ২৩, ২০১৬ সময়ঃ ১১:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

jnuuu

নতুন হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটক আটকে দিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ে এসে বাস থেকে নেমেই শিক্ষার্থীরা ধর্মঘটের সমর্থনে মিছিল শুরু করেন। পরে মূল ফটক অবরোধ করে করে রাস্তায় নামেন তারা। এ সময় শিক্ষকদের বাস ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

ঘণ্টাখানেক পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সড়কে বিক্ষোভ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আন্দোলনের অন্যতম সংগঠক মনিরুল ইসলাম বলেন, ‘আমরা ভিসি ভবনে (প্রশাসনিক ভবন) তালা দিয়েছি। অন্যান্য ভবনেও তালা দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণের দাবিতে ২ আগস্ট থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

গত বুধবার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধা পেয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে দুদিনের ধর্মঘটের ডাক দেন আন্দোলনকারীরা।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলে পুলিশের বাধা পেয়ে ফের দুদিনের ধর্মঘটের ডাক দেন শিক্ষার্থীরা।

১৯৮৫ সালে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১টি হল দখল করে আছে প্রভাবশালীরা। এর আগে কয়েকবার টানা আন্দোলন করেও এর সুরাহা হয়নি।

বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার পর ২০০৯ সালে হলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১১ ও ২০১৪ সালে দুটি হল উদ্ধার হয়। তবে সেগুলোর সংস্কার নিয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G