তরমুজ বাবুর যত ঢং

প্রকাশঃ মার্চ ২১, ২০১৬ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫১ অপরাহ্ণ

কবির হোসেন:

তরমুজ, একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল। পানিতে ভরপুর ঠান্ডা তরমুজ গ্রীষ্মকালে বেশ জনপ্রিয়। উপরে সবুজ আর ভিতরে লাল বর্ণ আমাদের লাল সবুজের পতাকা বহন করে আছে। তরমুজ ওজন কমায়, নিম্ন রক্তচাপ থাকলে রক্ত সঞ্চালন বাড়ায়। এতো গেল কাজের কথা, পানির পরিমান বেশি এ ফলটিকে কতো ঢং এ সাজানো হয় আমরা এবার সেইসব রং ঢং এর মুখোমুখি হবো।

 

একটি ছোট্ট তরমুজ চলছে বড় হতে-01

০১. কেমন যেন লাগছে ওর। অনুরোধ করে বলছে আমাকে এখনই ছিঁড়না। আমি আরো বড় হব, হব রসালো তারপর না হয় আমাকে দিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করবে।

তরমুজ তো নয় ফুল-02

০২.এখন আমি তোমার জন্য তৈরি আছি। চাইলেই আমাকে দিয়ে মিটাতে পারো মনের তৃষ্ণা। কিংবা তোমার ভালবাসার মানুষের হাতেও দিতে পারো উজ্জল হাসিতে।

 

তোমাকে খাবো মরবত করে।-03

 

০৩. স্বাদের শরবত হয়ে আমি তৈরি আছি। আমি জানি তুমি খুব বেশি ক্লান্ত তাই তোমার ক্লান্তি দুর করতেই আমার আয়োজন।

 

মানুষ তরমুজ০৪

 

০৪. আমাকে স্মরণ করবে, কারণ তোমার শরীরের সুস্থতার জন্য আমি যে অবদান রেখেছি তা চাইলেই ভুলতে পারবেনা।

 

সমুদ্র যেন নিজেই-০৫

 

০৫.আমার মাঝেই খুজে পাবে বিশাল সমুদ্র। আমি সমুদ্রের মত জল নিয়ে তোমার কাছে এসেছি। তবে এ সমুদ্র কিন্তু লোনা পানির নয়। আমি নিয়ে এসেছি তোমার জন্য প্রয়োজনীয় মিঠা পানির ভান্ডার।

Tormuj-NRF-০৬

০৬. রাস্তার ছোট্ট দোকানে আছি বলে আমায় অবহেলা কোরনা। তোমার জীবনকে সজীব রাখতেই আমার এই সহজলভ্যতা।

কারাকারি করছো কেন ভাগাভাগি করে কাও।07

০৭. এই কাড়াকারি করছো কেন। আমি পরে যাবো। একটু শান্ত হয়েই তো খেতে পারো।

 

প্রতিক্ষণ/এডি/এইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G