তরমুজ বাবুর যত ঢং
কবির হোসেন:
তরমুজ, একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল। পানিতে ভরপুর ঠান্ডা তরমুজ গ্রীষ্মকালে বেশ জনপ্রিয়। উপরে সবুজ আর ভিতরে লাল বর্ণ আমাদের লাল সবুজের পতাকা বহন করে আছে। তরমুজ ওজন কমায়, নিম্ন রক্তচাপ থাকলে রক্ত সঞ্চালন বাড়ায়। এতো গেল কাজের কথা, পানির পরিমান বেশি এ ফলটিকে কতো ঢং এ সাজানো হয় আমরা এবার সেইসব রং ঢং এর মুখোমুখি হবো।
০১. কেমন যেন লাগছে ওর। অনুরোধ করে বলছে আমাকে এখনই ছিঁড়না। আমি আরো বড় হব, হব রসালো তারপর না হয় আমাকে দিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করবে।
০২.এখন আমি তোমার জন্য তৈরি আছি। চাইলেই আমাকে দিয়ে মিটাতে পারো মনের তৃষ্ণা। কিংবা তোমার ভালবাসার মানুষের হাতেও দিতে পারো উজ্জল হাসিতে।
০৩. স্বাদের শরবত হয়ে আমি তৈরি আছি। আমি জানি তুমি খুব বেশি ক্লান্ত তাই তোমার ক্লান্তি দুর করতেই আমার আয়োজন।
০৪. আমাকে স্মরণ করবে, কারণ তোমার শরীরের সুস্থতার জন্য আমি যে অবদান রেখেছি তা চাইলেই ভুলতে পারবেনা।
০৫.আমার মাঝেই খুজে পাবে বিশাল সমুদ্র। আমি সমুদ্রের মত জল নিয়ে তোমার কাছে এসেছি। তবে এ সমুদ্র কিন্তু লোনা পানির নয়। আমি নিয়ে এসেছি তোমার জন্য প্রয়োজনীয় মিঠা পানির ভান্ডার।
০৬. রাস্তার ছোট্ট দোকানে আছি বলে আমায় অবহেলা কোরনা। তোমার জীবনকে সজীব রাখতেই আমার এই সহজলভ্যতা।
০৭. এই কাড়াকারি করছো কেন। আমি পরে যাবো। একটু শান্ত হয়েই তো খেতে পারো।
প্রতিক্ষণ/এডি/এইচ



















